পাপিয়া ও পাপিয়ার কূকীর্তি ,Papia and Papia curiosity,Vairal Papia ,Papia Pap nama (সমসাময়িক প্রসঙ্গ)
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক যৌন ব্যবসার প্ল্যাটফর্ম ‘এসকর্ট’ গড়ে তুলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ রাজনীতিতে ঢালস্বরূপ ব্যবহার করতে এটি গড়ে তুলেন।
এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সুন্দরী তরুণীদের সরবরাহ করা হতো। যৌন ব্যবসার অনলাইনভিত্তিক সাইট ‘এসকর্ট’ এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। রিমান্ডের প্রথম দিনেই জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া নূর। এসকর্টের সঙ্গে জড়িত দেহ ব্যবসায়ী সুন্দরী তরুণী এবং তাদের খদ্দেরদের নামও বলেছে পাপিয়া। র্যাবের এক কর্মকর্তা জানান, রাজনীতিতে নারীদের দিয়ে বাণিজ্য করতেন পাপিয়া। শামিমা নূর পাপিয়া নরসিংদীর যুব মহিলা লীগের নেত্রী। তার স্বামী মফিজুর রহমানও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা। এই দম্পতিকে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাব গত ২২শে ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। পুলিশের ভাষ্য অনুযায়ী এরা আরও দুজন সহযোগী সহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাদের ধরা হয়। পুলিশ এদের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করে। এর একটি জাল টাকা রাখা অন্য দুটি অস্ত্র ও মাদকের মামলা। এসব মামলায় পুলিশ তাদের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানির পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শামিমা নূর পাপিয়া ও তার স্বামীকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে ।
এছাড়া তাদের সাথে গ্রেপ্তার হওয়া সাব্বির খন্দকার ও শেখ তাইবাকে জাল টাকার মামলায় ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
No comments